Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

গেটম্যানের গাফেলতির কারণে ফেনীতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ জন

1 min read

ফেনী সংবাদদাতা : গেট ম্যানের গাফিলতির কারনে ফেনী জেলার ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় চট্টগ্রামগামী মেইল ট্রেন ও মাল বোঝাই ট্রাকে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে।
নিহতরা হলেন, মোঃ আশিক, পিতা-আবুল খায়ের
সাং- মনোহরপুর, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা, চট্রগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বাকি পাঁচজন ঘটনাস্থলে মারা যান মোঃ আবুল খায়ের (৩৫), পিতা- মৃত আমির আলী, সাং-মনোহর পুর, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা, মিজান (৩২), পিতা-আবুল হাওলাদার,
সাং-কাওয়ারচর, থানা-উজিরপুর, জেলা-বরিশাল, রিপাত (১৬), পিতা-রহুল আমীন, সাজ্জাদ(১৬), পিতা- মোঃ ইয়াছিন ও দ্বিন মোহাম্মদ, পিতা-নুর আহম্মদ, সাং- সাততলা, ইউনিয়ন চিওড়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. জাকির হাসান।

শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গেটম্যান মো. সাইফুল পলাতক রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ই/৩২(১) নং রেলগেটে সকাল সাড়ে আটটার দিকে গেইটম্যান দায়িত্বরত অবস্থায় ছিল না। এ সময় চট্টগ্রামগামী মেইল ট্রেন অতিক্রম করার সময় গেটবেরিয়ার দাঁড়া অবস্থায় ছিল। ওই সময় বালুবাহী ট্রাক রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনায় পতিত হয়। পরে খবর পেয়ে রেললাইনের উপর পড়ে থাকা দুর্ঘটনা কবলিত ট্রাক ও লাশ সরিয়ে নেন রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর ছাগলনাইয়া থানা পুলিশ নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাসান ইমাম ট্রেন দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *