পিরোজপুরে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড বাড়িঘর: গাছ চাঁপায় নিহত ১
1 min readপিরোজপুর সংবাদদাতা : হঠাৎ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে পিরোজপুর সদর উপজেলা ও পৌরসভার কয়েকটি এলাকা। এসময় গাছ চাপায় রুবি বেগম(২৫) নামের এক মহিলা নিহত হয়েছেন।
রবিবার সকাল ১০টার দিকে হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে অন্ধকার হয়ে পড়ে পিরোজপুর। শুরু হয় দমকা হাওয়া ও ঘূর্ণি বাতাস। প্রায় ১৫ মিনিটের এ ঘূর্ণিঝড়ে পিরোজপুর পৌরসভা ও সদর উপজেলার বেশ কয়েকটি এলাকায় শত শত গাছ উপরে পড়ে ঘর বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। বন্ধ হয়ে পড়ে সড়ক যোগাযোগ। এ সময় পৌর এলাকার নিকটবর্তী শারিকতলা ইউনিয়নের মরিচাল গ্রামে একটি ঘরে গাছ চাপা পড়ে রুবী বেগম নিহত হয়। এ ঘটনায় ২ জন আহত হয়। ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে পড়ে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সরবরাহ।
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, হঠাৎ ঘূর্ণিঝড়ে গাছপালা উপড়ে পড়ে পিরোজপুরের সদর উপজেলা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। এ সময় ১ জন নিহত হয়। ক্ষয়ক্ষতির পরিমান এখনো নির্নয় করা সম্ভব হয়নি।