Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

রুপপুর পারমানবিক প্রকল্পে কাজাকিস্তানের এক নাগরিক হত্যার দায়ে বেলারুশ নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

1 min read

Oplus_131072


ক্ষুদিরাম : পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত সেভেত্স ভ্লাদিমির(৪৫) নামের এক কাজাকিস্তান নাগরিককে হত্যার দায়ে ওই প্রকল্পে কর্মরত বেলারুশ নাগরিক মাতাভিয়েভ ভ্লাদিমির(৪৩)কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ না হওয়ায় দুই বেলারুশ নাগরিককে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (২৬ জুন) বিকেলে পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের ট্রেস্ট রোসাটমের কর্মকর্তা মাতাভিয়েভ ভ্লাদিমির (৪৩)। হত্যার সাথে সংশ্লিষ্টতা না থাকায় এই মামলা থেকে উরবানোভিচাস ভিটালি এবং ফেডারোভিচ গেনেডি নামের অপর দুই বেলারুশ নাগরিককে বেকুসুর খালাস দেয়া হয়েছে। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৬ মার্চ রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের বিদেশিদের আবাসিক এলাকা নতুনহাট গ্রিনসিটি আবাসিক এলাকার একটি ভবন থেকে সেভেত্স ভ্লাদিমির নামের এক কাজাকিস্তান নাগরিকের রক্তাক্ত মরদেহ এবং তার  ভাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এঘটনায় তিন বেলারুশ নাগরিককে দায়ী করে একটি হত্যা মামলা দায়ের করেন নিকিমত কোম্পানির পরিচালক ভেদোরোভ ইউরি। তদন্ত শেষে ২০২২ সালের ২৭ মে তিন বেলারুশ নাগরিকের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন এবং আসামিদের পক্ষে অ্যাডভোকেট মুকুল বিশ্বাস ও হেদায়েত উল ইসলাম। এছাড়াও দোভাষী হিসেবে বাদীর পক্ষে এস এম আরিফ আলম এবং আসামির পক্ষে কে এম মুরাদুজ্জামানন সহযোগিতা করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *