Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

৫ মাসের শিশু চুরি হওয়ার ৫ দিন পরে উদ্ধার : ২ রোহিঙ্গা নারী গ্রেপ্তার!

1 min read

কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে চুরি হওয়া ৫ মাসের শিশু সুমাইয়া জান্নাত কে উদ্ধার করেছে টেকনাফ মডেল থানার আওতাধীন বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। এসময় দুই রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।

শিশু সুমাইয়া জান্নাত কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প- এফ ব্লকের রহিম উল্লাহ ও দিলদার বেগমের মেয়ে।

আটকৃত হলেন কুতুপালং ক্যাম্পের এফ ব্লকের ইলিয়াস প্রকাশ হাবুর মেয়ে মনোয়ারা প্রকাশ মনু (১৮), ইউসুফ জালালের মেয়ে পারভীন আক্তার (২২)।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশের সহকারী পরিদর্শক এসআই মশিউর রহমানের নির্দেশে এ এস আই শেখ মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশ শামলাপুর নামার বাজার নামক স্থান থেকে শিশুটিকে উদ্ধার করা হয় ।

এ তথ্য নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান জানান, বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ৮ টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের রহিম উল্লাহ ও দিলদার বেগম দম্পতির বাসা থেকে চুরি করে মনোয়ারা। মা দিলদার বেগম জানান,৭ বছর বয়সের মেয়ের কোলে দিয়ে অন্য কাজে ব্যস্ত ছিলেন। মনোয়ারা কৌশলে অবুঝ বোনকে দোকানে পাঠিয়ে পাঁচ মাসের সুমাইয়া জান্নাতকে নিয়ে পালিয়ে যায়। পরদিন শিশুর পিতা রহিম উল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। চুরি হওয়া শিশুকে পরিবারের নিকট বুঝিয়ে দিয়ে গ্রেপ্তার দুই মহিলাকে উখিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *