পাবনায় এক ট্রাক ড্রাইভারকে পিটিয়ে হত্যা
1 min readপাবনা প্রতিনিধি ঃ পাবনার আতাইকুলা থানার জোয়ারদহ গ্রামে আব্দুর রউফ (৫০) নামের ট্রাক ড্রাইভারকে পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
নিহত রউফ আতাইকুলা থানার মধুপুর গ্রামের মৃত মোসলেম প্রামানিকের ছেলে।
বৃহস্পতিবার ভোররাতে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহতের ছোট ভাই আইয়ুব আলী জানান, গতকাল সন্ধ্যা থেকে তার ভাইকে পাওয়া যাচ্ছিল না। রাত ১০ টার দিকে তার মোবাইল সেটটিও বন্ধ পাওয়া যায়। আজ সকালে মানুষের কাছ থেকে খবর পান জোয়ারদহ গ্রামের একটি লিচু বাগানে তার মৃতদেহ পড়ে আছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসেছেন। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।
তবে স্থানীয়দের ধারণা পরকিয়ার জেরে রউফ কে হত্যা করা হতে পারে।