একদন্ত উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত
1 min readপাবনা প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহী একদন্ত উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের ১ম মিলন মেলা আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।
প্রাক্তন ছাত্র ছাত্রী এসোসিয়েশনর আহবায়ক ইসমাইল হোসেন সরদারের সভাপতিত্বে সকালে স্কুল মাঠ থেকে মিলন মেলার একটি বর্ণাঢ্য র্্যালী বের হয়ে একদন্ত বাজার প্রদক্ষিণ করে আবার স্কুল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এরপর ইসমাইল হোসেন সরদারের সভাপতিত্বে স্মৃতি চারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন, স্কুলের সাবেক প্রধান শিক্ষক এজেড এম আব্দুল জলিল, ঢাকা সিটি কলেজের অধ্যাপক খালেকুজ্জামান, ডা: জিল্লুর রহমান, খাদ্য অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সোবহান, রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী জিন্নাহ, ব্যাংকার আব্দুস ছামাদ, ঢাকা সিটি কলেজের অধ্যাপক আতাউর রহমান দুলাল, পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের সহোযোগি অধ্যাপক ফরিদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মো: জাহাঙ্গীর হোসেন।
আলোচনা ও স্মৃতি চারণ শেষে মধ্যহ্ন ভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মিলন মেলায় স্কুলের বিভিন্ন সেশনের শতশত প্রাক্তন ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনেক দিন পর পুরাতন বন্ধু বান্ধবীদের পেয়ে আনন্দে একে অপরকে জড়িয়ে ধরেন এবং অতীতের স্মৃতি চারণ করে গল্প গুজবে মশগুল হয়ে পড়েন।