পাবনায় শক্তিাশালী হাতবোমা ও অস্ত্রসহ ৩ সন্ত্রাসীর্যাবের হাতে গ্রেফতার
1 min read : পাবনার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রাম থেকে শক্তিশালী হাতবোমা ও অস্ত্রসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো, ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রামের বক্কার প্রামানিকের ছেলে শামিম ও শাকিল এবং একই গ্রামের হামিদ প্রামানিকের ছেলে ছাদেক অলী।
শনিবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর এহতাশেমুল হক খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা জানতে পারে যে, মঙ্গলগ্রাম বিলের পাশে একটি বাড়িতে সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে শক্তিশালী হাতবোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনার বিভিন্ন থানায় একাধিক হত্যা ও ডাকাতির মামলা রয়েছে। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। রাজশাহী থেকে একটি বোম ডিস্পোজাল টীম বোমা নিস্ক্রিীয় করার জন্য পাবনায় রওনা দিয়েছেন। তবে বিষয়টি প্রক্রিয়াধীন হওয়ায় বিস্তারিত পরে জানানো যাবে।