পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু
1 min readপাবনা প্রতিনিধি : পাবনা শহরে হিটস্ট্রোক করে সুকুমার দাস(৬০) নামের একজন মারা গেছেন।
নিহত সুকুমার দাস (৬০) পাবনার শহরের শালগাড়িয়া জাকিরের মোড়ের বাসিন্দা।
শনিবার (২০ এপ্রিল) দুপুরে পাবনা শহরের রুপকথা রোডে একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় হিটস্ট্রোকে আক্রান্ত হন সুকুমার। এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসক জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অতিরিক্ত গরমের কারণে তিনি স্ট্রোক করেছিলেন।