Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

পাবনায় সিএনজি-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

1 min read

পাবনা প্রতিনিধি৷ : পাবনা পৌর এলাকার সিংগা বাইপাস এলাকায় সিএনজি চালিত অটোরিকশার সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ও একজন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে শহরের সিংগা  বাইপাস এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহত সিএসজি চালক পাবনা শহরের শালগড়িয়া মেরিল বাইপাস এলাকার শামসুল ইসলামের ছেলে দুখু ইসলাম।  অপরজন একই এলাকার মৃত দরবেশ আলীর ছেলে রমজান আলী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে দশটার দিকে একটি অ্যাম্বুলেন্স রাজশাহীর দিকে যাচ্ছিলেন অপর দিক থেকে পাবনার টার্মিনাল অভিমুখী একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক দুখু মিয়া ও রমজান আলী আহত হোন। স্থানীয়রা উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষটি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী  বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পাবনা সদর  থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত দুখু ও রমজানের  লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাবনা সদর থানায় এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *