পাবনার আটঘরিয়ায় সাপের দংশনে এক গৃহবধূর মৃত্যু
1 min readপাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার নাগদহ গ্রামে শনিবার দিবাগত রাতে নাজমা খাতুন (২৬) নামের এক গৃহবধূ বিষধর সাপের দংশনে মারা গেছে। ওই গৃহবধূ উপজেলার চাঁদভা ইউনিয়নের হাবিবর রহমানের স্ত্রী।
এলাকাবাসী জানায়, নিজ ঘরে জানালা খুলে শুয়ে থাকা অবস্থায় রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় তার পায়ে বিষধর সাপে সংশন করে। এসময় তার চিৎকারে পরিবারের লোকজন জড়ো হয়ে সাপটিকে দেখতে পেয়ে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।