সুজানগরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ : আহত ৬
1 min readসুজানগর সংবাদদাতা : পাবনার সুজানগর বাজারে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় আসন্ন সুজানগর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওহাবের মোটরসাইকেল প্রতীকের পক্ষের এবং চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থী শাহীনুজ্জামান শাহীনের আনারসের পক্ষের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪জনকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং ২জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের বেশিরভাগই পথচারী এবং দোকানদার বলে জানা যায়।
স্থানীয়রা জানান, আব্দুল ওহাবের মোটরসাইকেল প্রতীক ও শাহিনুজ্জামান শাহিনের আনারস মার্কা প্রতীকের আনন্দ মিছিলে হঠাৎ সংঘর্ষের ঘটনা ঘটে।