পাবনায় র্যাবের হাতে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
1 min readক্ষুদিরাম : পাবনা সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়ায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ খোকন সরদার(৪২) ও জসিম সরদার(৩৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, পাবনা সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া গ্রামের কানসের সরদারের ছেলে খোকন সরদার ও একই গ্রামের হাবিবর সরদারের ছেলে জসিম। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
র্যাব-১২ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের পাবনা ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন চৌধুরী নেতৃত্বে র্যাবের একটি দল সদর উপজেলার চরবাঙ্গাবাড়িয়ার দুলালের ইটের ভাটার সামনে অভিযান চালিয়ে খোকন ও জসিমকে আটক করে। এসময় তাদের কোছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ বুধবার সকালে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।