চাঁদপুরের সেই মাকে হত্যাকারী ঘাতক ছেলে গ্রেফতার
1 min readক্ষুদিরাম : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিয়ে না করানোয়’ জন্মধারিনী মাকে খুন করা সেই ঘাতক ছেলে রাছেল(২২)কে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেলে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয় এ বিষয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রানু বেগম (৫৫) ওই গ্রামের আতর খাঁনের স্ত্রী।
অতিরিক্ত পুলিশ সুপার জানায়, কিছুদিন ধরেই ছোট ছেলে রাছেল বিয়ে জন্য পরিবারকে চাপ ও হুমকি-ধামকি দিচ্ছিল। পরে ঘাতক ছেলে রাসেল মাকে গলা কেটে ঘরে জবাই করে রেখে পালিয়ে যায়। পরে তাকে পুলিশ আটক করে আদালতে প্রেরণ করেন।
নিহত রানুর স্বামী জানান, স্ত্রী রানু বেগমকে হত্যার পর মরদেহ বিছানায় ফেলে রেখে ছেলে রাছেল পালিয়ে গেছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
ফরিদগঞ্জ থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, রানু বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার ছেলে রাছেলকে আটক করা হয়েছে। পরিবারের লোকজন বলছে, ছেলে মাকে খুন করেছে।