পাবনায় ৬০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা আটক
1 min readসংবাদদাতা : পাবনার সাঁথিয়া উপজেলার গয়েশবাড়ী বাজারে র্্যাব অভিযান চালিয়ে আওয়াল সরদার(৩২) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আওয়াল সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি গ্রামের দায়েন সরদারের ছেলে ও এলাকার চিহ্নিত মাদক কারবারি।
শনিবার বিকেল পৌনে ৪টায় তাকে আটক করা হয়।
র্্যাব-১২ পাবনা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্্যাব সদস্যরা জানতে পারে যে, গয়েশবাড়ী বাজারে মাদক বিক্রির জন্য এক মাদক বিক্রেতা আসছে। এমন সংবাদের ভিত্তিতে র্্যাবের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খানের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে আওয়ালকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আওয়ালের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সাঁথিয়া থানায় হস্তান্তর করা হচ্ছে।