যুব উন্নয়ন ও আইসিটি বিভাগের সাথে অ্যাডভোকেসি সভা
1 min readসংবাদদাতা :
নাগনিক সংগঠনের অংশগ্রহনে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালী করণ প্রকল্পে জেলা যুব উন্নয়ন ও আইসিটি বিভাগের সাথে অ্যাডভোকেটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বেলা ১২ টায় পাবনা প্রেসকাব মিলনায়তনে উইকেন বাংলাদেশের সহযোগিতায় বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এই সভার আয়োজ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার কর্মকার।
সৎসঙ্গ পল্লী কল্যাণ সমিতি (এসপিএস) এর নির্বাহী পরিচালক ড. নরেশ মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (এসএএফ) আরজুমা আক্তার, পাবনা প্রেসকাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, শ্রমজীবী দুস্থ ব্যবস্থাপনার নির্বাহী পরিচালক নাসির উদ্দিন মঈনুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রেড এর প্রকল্প সমন্বয়কারী মোঃ মনিরুল ইসলাম।