যৌন প্রজনণ, মাতৃত্ব, নবজাতক, শিশু এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যর উন্নতি করণ শীর্ষক কর্মশালা
1 min readসংবাদদাতা
‘যৌন প্রজনণ, মাতৃত্ব, নবজাতক, শিশু এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যর উন্নতি করণ’ প্রকল্প শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় পাবনা প্রেসকাব মিলনায়তনে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এর আয়োজেন কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুল কবির।
সৎসঙ্গ পল্লী কল্যাণ সমিতি (এসপিএস) এর নির্বাহী পরিচালক ড. নরেশ মধুর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (এসএএফ) আরজুমা আক্তার, পাবনা প্রেসকাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক গোলাম মোস্তফা, সদর উপজেলা আইসিটি কর্মকর্তা ইউনুস আলী, শ্রমজীবী দুস্থ ব্যবস্থাপনার নির্বাহী পরিচালক নাসির উদ্দিন মঈনুল।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রেড এর প্রকল্প সমন্বয়কারী মোঃ মনিরুল ইসলাম। কর্মশালায় জানানো হয়, প্রকল্পটি গর্ভবতী মহিলা এবং অল্পবয়সী যুবতী মেয়েদের জ্ঞান, আচরণ, অনুশীলন এবং সরকারের স্বাস্থ্য পরিসেবা বিধানের উপর প্রভাব ফেলবে। সামগ্রিকভাবে, প্রকল্পটি বাল্যবিবাহের প্রবণতা, যৌতুক প্রথা, নিরাপদ মাতৃত্বের পাশাপাশি শিশুমৃত্যু এবং অসুস্থতা হ্রাসে সহায়তা করবে।