Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

বিপুল পরিমাণ টাকা ও ১০ সহযোগীসহ পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিন আটক

1 min read
Oplus_131072


ক্ষুদিরাম : আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে পাবনার সুজানগর উপজেলার প্রার্থীদের ও তাদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটছে। নির্বাচনে নিজের প্রভাব বিস্তারের উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ টাকাসহ পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহিনসহ ১১ জনকে আটক করেছে র্্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা । এসময় শাহিনের নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি ও ২২ লাখ ৮২ হাজার ৭শ’ টাকা জব্দ করা হয়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুজানগরের চর ভবানীপুরের নির্বাচনী এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান জানান, ‘আগামী ৮ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে  প্রথমধাপে সুজানগর উপজেলা নির্বাচন উপলক্ষ্যে র্্যাবের নিয়মিত টহল দল সুজানগরের চর ভবানীপুর এলাকায় টহল দিচ্ছিল। এ সময় সন্দেহ হওয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীন ও তার দশ সহযোগীকে আটক করা হয়। এছাড়া তার গাড়িতে রাখা দুই ব্যাগ ভর্তি ২২ লাখ ৮২ হাজার ৭শ’ টাকা ও নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়।’

র‌্যাব কমান্ডার জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে টাকাগুলো অসৎ উদ্দেশ্যে নির্বাচনে ভোটারদের বিভিন্নভাবে প্রভাবিত করার জন্য রাখা হয়েছিল। জেলা রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তিনি এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *