Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

দলীয় নির্দেশ অমান্য করে পাবনার ভাঙ্গুড়া উপজেলা উপজেলা নির্বাচনে প্রার্থী হচ্ছেন এমপি পুত্র রাসেল!

1 min read

Oplus_131072

কালাম আজাদ : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দলী নির্দেশ অমান্য করে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করছেন মো: মকবুল হোসেন এমপির পুত্র গোলাম হাসনায়েন রাসেল।

সরেজমিন গিয়ে জানা যায়, পাবনা চাটমোহর -ভাঙ্গুড়া-ফরিদপুর আসনের আওয়ামী লীগ থেকে পরপর ৩ বার নির্বাচিত সংসদ সদস্য মো: মকবুল হোসেন। তার বড় ছেলে গোলাম হাসনায়েন রাসেল ভাঙ্গুড়া পৌরসভার বর্তমান মেয়র। তারপরও ক্ষান্ত হয়নি এই পরিবার। পুরো ভাঙ্গুড়া উপজেলার রাজনীতি নিজের কব্জায় রাখতেই দলীয় সিদ্ধান্ত কে অমান্য করে নিজের বড় ছেলে গোলাম হাসনায়েন রাসেল কে উপজেলায় চেয়ারম্যান এবং ছোট ছেলে ইবনুল হাসান শাকিলকে ভাঙ্গুড়া পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা করেছেন। এজন্য গত ১৭ এপ্রিল গোলাম হাসনায়েন রাসেল পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেন এবং ভাঙ্গুড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করছেন।

তাদের পরিবারের এমন সিদ্ধান্তে নাখোশ পুরো এলাকা।

পাবনা,চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার সাধারণ ভােটার ও আওয়ামী লীগের সমর্থকেরা অভিযোগ করে বলেন, এমপি মকবুল সাহেব পরিবারই যদি সব পদ দখল করে নেন তাহলে অন্যদের রাজনীতি করার দরকার কি।

ভাঙ্গুড়া উপজেলার বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: বাকি বিল্লাহ জানান, এমপির ছেলে চেয়ারম্যান প্রার্থী হলে সেখানে সুষ্ঠু নির্বাচন কোনোদিনই সম্ভব না। এজন্য তিনি এবার প্রার্থী হচ্ছি না।

ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: লোকমান হোসেন বলেন, দলের সভানেত্রী ও দলীয় হাইকমান্ডের নির্দেশ যখন খোদ এমপি না মানে সেখানে আর কিছু বলার নাই।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী ও এমপি পুত্র গোলাম হাসনায়েন রাসেল জানান, এলাকাবাসীর অনুরোধে তিনি প্রার্থী হয়েছেন। বাবার ক্ষমতায় নয়।

এব্যাপারে পাবনার চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুর আসনের এমপি মকবুল হোসেন জানান, এলাকাবাসীর অনুরোধে তিনি তার ছেলে রাসেল কে প্রার্থী করেছেন। এখানে দলীয় সিদ্ধান্ত না মানার কোনো কারন নাই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *