Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

নড়াইলে সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

1 min read

Oplus_131072

নড়াইল সংবাদদাতা : নড়াইলে সন্ত্রাসীদের গুলিতে মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সিকদার মোস্তফা কামাল নিহত হয়েছেন। গতকাল রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাত ১০ টায় তার মুত্যু হয। ১১ মে দুপুরে ময়না তদন্ত শেষে মরহুমের লাশ তার গ্রামের বাড়ি মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা নেয়া হয়। সেখানে নেয়া হলে জনপ্রিয় এই সাবেক চেয়ারম্যানকে শেষ বারের মত দেখতে এলাকার শত শত মানুষ এখানে জড়ো হয়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্ঠা চলছে । পুলিশি অভিযান অব্যহত আছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সিকদার মোস্তফা কামাল পৌরসভার কুন্দশী গ্রামের ছমির শিকদারের বাড়িতে একটি শালিশ বৈঠক করার উদ্দেশ্যে লোহাগড়া বাজার থেকে মোটর সাইকেলযোগে রওনা হয়। রাত ৮ টার দিকে তিনি ছমির শিকদারের বাড়ির সামনে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দূবৃর্ত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় মোস্তফা কামালকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার সুব্রত কুমার কুন্ডু জানান, মোস্তফা কামালের বুকে ও পিঠে জখমের চিহ্ন রয়েছে । উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

আহত মোস্তফার ভাই রেজাউল শিকদার জানান, তার বুকে ও পিঠে গুলির চিহ্ন রয়েছে। ঢাকা নেওয়ার পথে পদ্মা সেতুতে উঠার আগে রাত ১০টার দিকে তার মৃত্যু হয় হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *