Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

২য় ধাপে পাবনার ৩ উপজেলায় যারা চেয়ারম্যান নির্বাচিত হলেন

1 min read

Oplus_131072


ক্ষুদিরাম : ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের ২য় ধাপের নির্বাচনে পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় যারা নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার রাতে ইভিএম এর প্রাপ্ত সব ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

চাটমোহর উপজেলায় ৮৭টি ভোট কেন্দ্রের ফলাফলে সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল (আনারস মার্কা প্রতীকে) ৩৯ হাজার ৩৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী অ্যাডভোকেট সাইদুল ইসলাম চৌধুরী (ঘোড়া) পেয়েছেন ৫ হাজার ১৬২ ভোট।

ভাঙ্গুড়া উপজেলায় ৪৫টি ভোট কেন্দ্রের ফলাফলে স্থানীয় সংসদ সদস্যের ছেলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল (মোটরসাইকেল মার্কা প্রতীকে ) ৩১ হাজার ৫৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এম মেছবাহুর রহমান রোজ (ঘোড়া) পেয়েছেন ২ হাজার ৬৭৯ ভোট।

ফরিদপুর উপজেলায় ৪৫টি ভোট কেন্দ্রের ফলাফলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান সরকার ( দোয়াত কলম মার্কা প্রতীকে)

নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবুল কালাম আজাদ (মোটরসাইকেল) পেয়েছেন ১২ হাজার ৪০০ ভোট।

তবে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল একবারেই নগন্য।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *