পাবনায় ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে ভ জামাইকে কুপিয়ে হত্যা
1 min read ক্ষুদিরাম : পাবনা সদর উপজেলার দাসপাড়া গ্রামে ছাগলে কলাগাছ খাওয়া নিয়ে বচসায় চাচা শ্বশুরের ছুরিকাঘাতে হাবিব সরদার (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) চর তারাপুর ইউনিয়নের দাসপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত হাবিব সরদার সদর উপজেলার দাসপাড়া গ্রামের মকছেদ সরদারের ছেলে। নিহত হাবিব সরদার অভিযুক্ত সিরাজ সরদারের ভাজতি জামাই।
স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিহত হাবিবের শ্বাশুড়ির ছাগল অভিযুক্ত সিরাজুল ইসলাম সরদারের লাগানো কলাগাছ খায়। গাছ খাওয়াকে কেন্দ্র করে উভয় পরিবারের ঝগড়া শুরু হয়। এসময় হাবিব সরদারের স্ত্রীকে আঘাত করলে তিনি প্রতিবাদ করেন। এতে আরও ক্ষীপ্ত হয়ে সিরাজ হাবিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে হাবিবের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে ।