সুজানগরে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত
1 min readপাবনা প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে পাবনার সুজানগর উপজেলার মানিকহাট গ্রামে মাফু খাঁ(৪২) নামের ব্যক্তিকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।
আহত মাফু উপজেলার মানিকহাট বিক্রমাদিত্য গ্রামের মাহাতাব খানের ছেলে।
শুক্রবার দুপুর ১২ টার দিকে মানিকহাট কাদের মোল্লার মোড়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী জীবন কসাই, শাহিনসহ কয়েকজন মাফুকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।
আহত মাফুর স্ত্রী তাসলিমা খাতুন বাদী হয়ে সুজানগর থানায় একটি মামলা করছেন।
মামলার এজাহার সুত্রে জানা যায়, দুপুরে তার স্বামী এলাকার কাদের মোল্লার মোড়ে বসে ছিলেন।এমন সময় দুটি মোটরসাইকেলযোগে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জীবন কসাই, শাহিন ও ৪/৫ জন অতর্কিত পেছন থেকে ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। মাফুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তারা রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত মাফুকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক মাফুর রক্তক্ষরণ বন্ধ না মুমূর্ষু অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। মাফুর হাতের ১টি আঙুল ও পায়ের রগ কেটে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাফুর ঘটনাটি তারা শুনেছেন। আহত মাফুর স্ত্রী তাছলিমা খাতুন বাদী হয়ে থানায় মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেফতার করা হবে।