পাবনা টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
1 min read
ক্ষুদিরাম : স্মার্ট বাংলাদেশ বির্নিমানে অর্থনীতিতে বিশাল ভুমিকা রাখছে রেমিটেন্স। অভিবাসীদের দক্ষতা উন্নয়নের অভাবে তুলনামুলকভাবে অনেক কম রেমিটেন্স আসছে দেশে। তাই নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পাবনার রাজাপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিতে আজ সোমবার সকালে বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
কম্পিউটার বিভাগের চীফ ইন্সিটাক্টও অমল কুমারের ভারপ্রাপ্ত সভাপতিত্বে এবং শিক্ষক মো. মোকলেসুর রহমানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মোছা: পারুল আক্তার। সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাসসের পাবনা জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, আরটিভি ও নিউ নেশন এর জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সিনিয়র ইন্সিট্রাক্টর মো. নিজাম উদ্দিন, মো. হাবিবুর রহমান, হাফেজ মাওলানা আহমেদুল্লাহ, মাওলানা আনোয়ার হোসেন, শিক্ষক এস এম আলাউদ্দিন পরাগ প্রমূখ।
সেমিনারে দক্ষ হয়ে বিদেশ গেলে বেতন ও সম্মান বেশী পাওয়া যায়। রেমিটেন্স বাড়াতে এবং নিরাপদ অভিবাসনে দক্ষতা উন্নয়নের কোন বিকল্প নাই। দক্ষতা উন্নয়ন ও নিরাপদ আবাসনের জন্য বর্তমান সরকার ব্যাপক কর্মসুচী গ্রহন করেছেন। বিনা টাকায় সারা বৎসর দক্ষতা উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর মাধ্যমে ট্রেনিং এর ব্যবস্থা করছে সরকার। সম্পূর্ণ বিনা পয়সায় বেকার ও কর্মহীন যুবক যুবতীদের এখানে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়। যেন দক্ষ হয়ে তারা আত্ম নির্ভরশীল হয়ে চলতে পারেন।