আওয়ামীলীগ নেতা বাবু শেখ হত্যার ঘটনায় থানায় মামলা
1 min readপাবনা প্রতিনিধি : পাবনার মনোহরপুরে স্থানীয় ওয়ার্ড আওয়ামীগ নেতা বাবু শেখ ওরফে ঢাক বাবু হত্যার ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। এক ইউপি চেয়ারম্যানসহ ১৯ জনকে নামীয় আসামী দিয়ে নিহতের ভাতিজা পিয়াস আলী শেখ বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন।
মামলায় গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন মুতাইকে প্রধান আসামী করে মামলাটি দায়ের করা হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রওশন আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত বাবু শেখের ভাতিজা পিয়াস আলী শেখ বাদী হয়ে গতকাল রাতে ১৯ জনের নাম দিয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।অভিযোগের প্রেক্ষিতে এখন আইনী ব্যবস্থা এবং আসামী গ্রেফতারে অভিযান চালাবে পুলিশ।
উল্লেখ্য, গত ৮ জুন শনিবার রাতে পাবনা সদর উপজেলার বকশিপুর মোড়ে সাবেক ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ঢাক বাবুকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।