Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

জাতীয় পর্যায়ে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় পাবনা জিলা স্কুল

1 min read


বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪’-এ পাবনা জিলা স্কুলের ছাত্রদের সাফল্যে স্কুলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এ স্কুলের ছাত্ররা জেলা ও বিভাগ পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং জাতীয় পর্যায়ে রানার্স-আপ হয়েছে। এছাড়া বিজ্ঞান অলিম্পিয়াডে জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। শিক্ষার্থীদের এ সাফল্যের সংবাদে স্কুলটির শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রদের অনেকে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন এবং প্রতিযোগীদের অভিনন্দন জানান।

মঙ্গলবার (১১ জুন) ও বুধবার (১২ জুন) দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিত দেশের ২৪টি স্কুলের ৭২জন প্রতিযোগীর মধ্যে জাতীয় পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় রানার্স-আপ হয় পাবনা জিলা স্কুল, চ্যাম্পিয়ন হয় খুলনা জিলা স্কুল। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশারদগণ বিজ্ঞান ও প্রযুক্তির নানা দিক তুলে ধরে আলোচনা করেন। 

এর আগে গত ২৫ মে পাবনা জেলা স্কুল দলের তিন প্রতিযোগী সাদমান আলীম নির্ঝর, নাবিল হাসান ও নাজমুল হুদা জশাহী বিভাগের বিভিন্ন জেলার বাছাইকৃত ২৪টি স্কুলের ৭২ জন প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়ন হয়।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪-এ পাবনা জিলা স্কুল দলের গাইড টিচার ও স্কুলটির ভৌত বিজ্ঞানের সহকারী শিক্ষক মো. হাসিবুল হাসান বলেন, ‘পাবনা জিলা স্কুলের ছাত্রদের এই সাফল্যে আমরা খুব আনন্দিত। প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পাশাপাশি আমাদের ছাত্ররা সারাদেশের সেরা শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক কিছু শিখেছে এবং আত্মবিশ্বাসী হয়েছে।’

প্রধান শিক্ষক তুষার কুমার দাশ বলেন, ‘বিজ্ঞানমনস্ক জাতি গঠনে সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ আয়োজনের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। পাবনা জিলা স্কুলের ছাত্ররা এতে যে সাফল্য অর্জন করেছে, তাতে আমরা আনন্দিত। প্রতিযোগীদের অভিনন্দন জানাই। তারা উত্তরোত্তর আরও সাফল্য লাভ করে পাবনা জিলা স্কুলের অতীত গৌরবের সঙ্গে বর্তমান ও ভবিষ্যতের মেলবন্ধন স্থাপন করবে।’

উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলতে সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং স্থানীয় প্রশাসন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় প্রতিবছর এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। পাবনা জিলা স্কুলে সারাবছরই চলে কুইজ, বিতর্ক, বিজ্ঞান অলিম্পিয়াড, প্রযুক্তি প্রজেক্ট প্রস্তুতসহ সহশিক্ষামূলক নানা কার্যক্রম। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের এ সাফল্য।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *