পাবনায় আওয়ামীলীগ নেতা ডাক বাবু হত্যার দুই পলাতক আসামী গ্রেফতার
1 min readপাবনা প্রতিনিধি : পাবনার চাঞ্চল্যকর আওয়ামীলীগ নেতা ডাক বাবু হত্যার দুই পলাতক আসামী জামরুল সরদার(৪০) ও উজ্জ্বল খাঁ(৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
আটককৃত জামরুল সরদার সদর উপজেলার পূর্ব রাঘবপুর গ্রামের বক্কার সরদারের ছেলে এবং উজ্জ্বল খাঁ একই গ্রামের খোরশেদ খাঁর ছেলে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব সদস্যরা ডাক বাবু হত্যার ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে প্রথমে জামরুল সরদারকে গ্রেফতার করে র্যাব। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সদর উপজেলঅর হলুদবাড়িয়া থেকে উজ্জ্বল খাঁকে গ্রেফতার করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতরা বলেছে পূর্ব শত্রুতার জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।
গ্রেফতারকৃতদের পাবনা সদর থানার মাধ্যমে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত ৮ জুন রাতে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ডাক বাবুকে গুলি করে হত্যা করা হয়।