Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

পাবনায় নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস পালন

1 min read

ক্ষুদিরাম : আজ ২৬ জুন ইং ২০২৪ রোজ বুধবার নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস পালন করা হচ্ছে। সারা বিশ্বের বিভিন্ন দেশে যাঁরা নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর অমানবিক আচরণের শিকার হয়েছেন তাদের প্রতি সংহতি জানিয়ে হিউম্যান রাইটস ডিফেন্ডোর নেটওয়ার্ক পাবনার মানবাধিকার কর্মীরা আজ সকালে পাবনা প্রেসক্লাবের সামনে শহরের আব্দুল হামিদ সড়কে ঘন্টাব্যাপী মানবন্ধন করে।মানববন্ধনে মানবাধিকার কর্মী, শিক্ষক, সাংবাদিক, ছাত্র ও এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।
মানবন্ধন চলাকালে লিখিত হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক এর লিখিত বক্তব্য পাঠ করেন মানবাধিকার কর্মী সাংবাদিক আবুল কালাম আজাদ।
লিখিত বক্তব্যে জানানো হয়, দেশের বর্তমান কর্তৃত্ববাদী সরকার আটকাবস্থায় নির্যাতন, নিষ্ঠুর ও অমানবিক এবং বিচারবহির্ভুত হত্যাকান্ডসহ বিভিন্ন ধরনের মানবাধিকার লংঘনের ঘটনা ঘটাচ্ছে।একাজে বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো ব্যবহার করছে।
মানবাধিকার কর্মীরা অবিলম্বে নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, কনভেনশন এগেইনষ্ট টর্চার এর প্রোটোকল অনুমোদন এবং ২০১৩ সালে গৃহিত নির্যাতন বিরোধী আইনের বাস্তবায়ন দাবী জানিয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *