পূজা উদ্যাপন পরিষদ পাবনা জেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত
1 min readসংবাদদাতা :
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পাবনা জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান শুক্রবার (২৮ জুন) অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০ টার দিকে পাবনা শ্রীশ্রী জয়কালি বাড়ী মন্দির প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পাবনা জেলা কমিটির সভাপতি প্রভাষ চন্দ্র ভদ্র।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডি, এম, হাসিবুল বেনজীর, পাবনা সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সোহেল হাসান শাহীন, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, লতিফ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পাবনা জেলা কমিটির সাবেক সভাপতি শ্রী অজয় কুমার দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বিনয় জ্যোতি কুন্ডু, পাবনার ইছামতি নদী পুনঃখনন পকল্পের প্রকল্প পরিচালক পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু সরকার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ।
অনুষ্ঠিনটি সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পাবনা জেলা কমিটির যুগ্ম সম্পাদক অধ্যাপক কমল চন্দ্র দাস এবং অচিন্ত কুমার ঘোষ। অনুষ্ঠানে পাবনা জেলার বিভিন্ন উপজেলা থেকে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পাবনা জেলা এবং উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।