বেগম খালেদা জিয়াকে একটি ইঞ্জেকশনও দিতে দেওয়া হচ্ছে না – পাবনায় হেলালুজ্জামান তালুকদার লালু
1 min readআবুল কালাম আজাদ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আওয়ামিলীগ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অসুস্থ অবস্থায় একটি ইনজেকশনও দিতে দিচ্ছ না৷ তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশের ভালো হাডপাতালেও নিতে দিচ্ছে না।
বুধবার সকালে পাবনা জেলা বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে জেলা বিএনপি’র কার্যালয়ে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সদস্য সচিব এড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি’র সদস্য এ.কে.এম সেলিম রেজা হাবিব, কে.এম. আনোয়ারুল ইসলাম, পাবনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, আনিসুল হক বাবু সহ আরো অনেকে।
হেলালুজ্জামানের আগমন উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলে দলে বিএনপি সমর্থক নেতাকর্মীরা এসে অনুষ্ঠানে যোগদান করেন।