Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

পাবনার-ঈশ্বরদী মহাসড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জনের মৃত্যু

1 min read

পাবনা প্রতিনিধি : পাবনা – ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া ডিগ্রীপাড়া মহিলা কলেজ ও পল্লীবিদ্যুত অফিসের সামনে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ও বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই কারের ৪ যাত্রী নিহত হয়েছেন। নিহেতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাত ৯ টার দিকে দাশুড়িয়া ডিগ্রিপাড়া পল্লীবিদ্যুত অফিসের সামনে এই দূর্ঘটনাটি ঘটে।
পাবনা ঈশ্বরদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাত ৯ টার দিকে ঈশ্বরদী থেকে একটি প্রাইভেট কার কয়েকজন যাত্রী নিয়ে পাবনার দিকে যাচ্ছিল। কারটি পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া ডিগ্রিপাড়া মহিলা কলেজ ও পল্লীবিদ্যুত অফিসের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং কারটি সজোরে রাস্তার পাশের একটি গাছের সাথে ও বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়েছে। বাকি আরো ৩ জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।আহতদের অবস্থাও শংকটাপন্ন।তবে ধারনা করা হচ্ছে নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *