Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

আটঘরিয়ায় আসবাবপত্র রাস্তায় ফেলে দিয়ে ছোটভাইকে বাড়ি ছাড়া করার অভিযোগ!

1 min read

পাবনা সংবাদদাতা ঃ পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর অফিসপাড়ায় জমি ও ঘরবাড়ি দখল নিয়ে বাড়ির আসবাবপত্রসহ সকল জিনিসপত্র রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে ছোটভাই মুস্তাফিজুর রহমান উজ্জ্বলকে বাড়ি ছাড়া করার অভিযোগ তুলেছেন আপন তিন ভাইয়ের বিরুদ্ধে। অসহায় উজ্জ্বল এখন রাস্তায় রাস্তায় ঘুরছেন। রবিবার (৭ জুলাই) সকালে উপজেলার দেবোত্তর ইউনিয়নের দেবোত্তর অফিসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী উজ্জল আটঘরিয়া অফিসপাড়া এলাকার আব্দুর রশিদ শেখের ছেলে। অভিযুক্তরা হলেন- তার আপন তিন ভাই আটঘরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কমিশনার মোফাজ্জল হোসেন বাবু, মোজাফফর রহমান ও মোয়াজ্জেম হোসেন।

উজ্জল অভিযোগ করে বলেন, ‘২০১২ সালে আমার বাবা আব্দুর রশিদ শেখ আমাদের চার ভাই ও এক বোনের নামে বাড়ির জমি রেজিস্ট্রি করে দেন। এরপর থেকেই বাকি ৩ ভাই ক্ষুব্ধ হোন। তারা বিভিন্ন সময় আমাকে বাড়ি ছাড়ার ষড়যন্ত্র করে। আজকে (রবিবার) সকালে হঠাৎ করেই তিন ভাই ও তাদের লোকজন ঘরের দরজা ভেঙে আমার ঘরে প্রবেশ করে। এতে বাধা দিলে আমাকে মারধর করা হয়। এসময় ৯৯৯-এ ফোন দেয়া হলে তারা মোবাইলও ছিনিয়ে নেয়া হয়। এসময় এক এক করে আমার ঘরের সকল আসবাবপত্র রাস্তায় ফেলে দিয়ে আমাকে ঘরে থেকে বের করে দেয়া হয়। ঘরে থাকা নগদ টাকা ও গহনা লুট করে নিয়ে যায় আমার তিন ভাই ও তাদের লোকজন। এসময় থানা পুলিশের সহযোগিতা চেয়েও কোনো সহযোগিতা পাওয়া যায়নি।’

এব্যাপারে যোগাযোগ করা হলে আটঘরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কমিশনার মোফাজ্জল হোসেন বাবু বলেন, ‘এটা আমাদের পারিবারিক বিষয়। জায়গা জমি ভাগ বাটোয়ারা হয়েছে। কিন্তু সে মানে না। অন্য সবাই মানে কিন্তু সে মানে না। এর বাইরে আর কিছু বলার নেই।’

এবিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘পুলিশ সেখানে গিয়েছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলা হয়েছিল। আদালত তার মামলা খারিজ করে দিয়েছেন। এখন আমরা পুলিশ তো আদালতের বাহিরে গিয়ে কাজ করতে পারবো না। তাদের ভাইয়ে ভাইয়ে ঝামেলা আমরা বলেছি আপনারা ঠিক করে নেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *