উৎসবমূখর পরিবেশে ঢাকায় অনুষ্ঠিত হলো বন্ধু সম্মিলন -৮৭!
1 min readক্ষুদিরাম : বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসব মুখর পরিবেশে শুক্রবার রাজধানী ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ -৮৭ বন্ধুদের নিয়ে অনুষ্ঠান বন্ধু সম্মিলন।
দূর্যোগপূর্ণ আবহাওয়া আর গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও দেশের ৪০টি জেলা থেকে প্রায় ৫ শতাধিক সাতাশিয়ানরা এই বন্ধু সম্মিলনে অংশ গ্রহণ করেন।
শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পযন্ত চলে নানা পর্বের সাজানো এই অনুষ্ঠানটি।
সকালে শুরু হয় নিজ নিজ কুপন সংগ্রহ। তারপর ছোটবেলার মত লাইনে দাঁড়িয়ে থেকে নাস্তা ও খাবার নেয়া। বিষয়টি সত্যিই আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। এতে কারও কোনো ক্ষোভ রাগ নাই, যেনো সবাই আনন্দ ভাগাভাগিতে ব্যস্ত। কেউ আবার সময় পার করছেন বন্ধু বান্ধবীদের সাথে ছবি তুলতে, কেউ আবার সেলফি তোলা নিয়ে ব্যস্ত।
দীর্ঘ ৩৭ বছর পর স্কুল জীবনের বন্ধু বান্ধবীকে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরে বলতে শোনা যায় এতদিন কই ছিলি, একবারও খোঁজ নিস নাই কেনো, যোগাযোগ করিস নাই কেনো, এসব নানা মান অভিমান আর অভিযোগের কথা। পঞ্চাশ উর্ধ্বো বয়স এবং সমাজের প্রতিষ্ঠিত জায়গায় অবস্থান করলেও ভূলে যান তারা এসবকে। তুই তুকারি শব্দ ছাড়া কোনো সম্বোধন মেলেনি অনুষ্ঠান স্থলে।
সারা দেশের ৪০টি জেলা থেকে প্রায় ৫ শতাধিক সাতাশিয়ানরা এই বন্ধু সম্মিলনে অংশ গ্রহণ করেন। বিভিন্ন জেলা থেকে দলে দলে অনুষ্ঠান স্থলে আসলেও সবার দৃষ্টি আকর্ষণ করেন পাবনা জেলা থেকে আগত হলুদ রংয়ের টি শার্ট পরিহিত বন্ধুরা।
সকালের নাস্তা শেষে শুরু হয় বিভিন্ন জেলা থেকে আগত বন্ধুদের নিজ নিজ পরিচয় পর্ব। এরপর গল্প, আড্ডা আর অতীতের স্মৃতি চারণ ও মান অভিমানের হিসেব নিকেশ। দুপুরের খাবারের পর সমাজের বিশেষ অবদান রাখায় ১০ জন সাতাশিয়ান বন্ধুকে অনুষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পদক প্রাপ্তরা হলেন উদ্যোক্তায়-পুলক কান্তি বড়ুয়া, কর্পোরেট ব্যক্তিত্ব- অমিতাভ সাহা, সমাজসেবায়- আশেক উল্লাহ রফিক এমপি, শিক্ষায় মিজানুর রহমান, স্বাস্থ্যে -শাহ মোহাম্মদ ফজলে রাব্বি, সংগঠন-দি এলায়েন্স, টেলি যোগাযোগ-আব্বাস ফারুক, সাংবাদিকতা-মনিরুজ্জামান উজ্জ্বল, ক্রীড়া-আলফাজ আহমেদ এবং ব্যবসায় জাহাঙ্গীর আলম রানা।
বিকেলে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
নাচ, গান উন্মাদনায় শেষ হয় অনুষ্ঠানটি। অতীতে একসাথে থাকতে না পারলেও আমৃত্যু একে অপরের পাশে থাকার অঙ্গীকার করে র্্যাফল ড্র র মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।