সাংবাদিকদের সাথে নবাগত পাবনা পুলিশ সুপার আ: আহাদ’র মতবিনিময়
1 min readপাবনা প্রতিনিধি : পাবনার নবাগত পুলিশ সুপার (এসপি) আঃ আহাদ বলেছেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। সকল ক্ষেত্রে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগীতা করবে পুলিশ বাহিনী ।
তিনি বলেন, দেশ ও সমাজ থেকে সব ধরনের দুর্নীতি, অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে পুলিশের ন্যায় সাংবাদিকদের ভূমিকাও অতুলনীয়।
বুধবারবার (১০ জুলাই ) দুপুরে পাবনা জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নবাগত পুলিশ সুপার আঃ আহাদ।
জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম)মাসুদ আলম, প্রেসক্লাবের সম্পাদকসহ বিভিন্ন পিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।