ছাত্রলীগের নিষেধ উপেক্ষা করে ঢাকা-পাবনামহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কোটা বিরোধীদের
1 min readক্ষুদিরাম : কোটা সংস্কার এবং আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন।
বিক্ষোভ না করতে শাখা ছাত্রলীগের নির্দেশ উপেক্ষা করেই মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্ত¡রে জড়ো হোন শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-পাবনা মহাসড়কে চক্কর দেন।
পরে তারা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। অন্যান্য দিনের তুলনায় আজকের বিক্ষোভে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শ্লোগানে শ্লোগানে তারা রাজপথ কম্পিত করে তোলেন। পাবিপ্রবি শিক্ষার্থী ছাড়াও বিক্ষোভ পাবনার অন্যান্য কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখা যায়।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ আয়োজন করে শিক্ষার্থীরা। কিন্তু নানা মাধ্যমে ছাত্রলীগের থেকে নির্দেশ আসে ক্যাম্পাসে যেন মিছিল না করা হয়। কিন্তু শত শত শিক্ষার্থী তাদের সেই নির্দেশ উপেক্ষা করেই বিক্ষোভে অংশগ্রহণ করেন।