Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

পাবনার আটঘরিয়ায় বিদ্যুতায়িত হয়ে আপন ভাইবোনের মৃত্যু !

1 min read

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার নরজান গ্রামে বিদ্যুতায়িত হয়ে  ফারজানা ইয়াসমিন(১৯) ও রাসেল হোসেন(১৪) নামের আপন ভাইবোনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলো, আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের নরজান গ্রামের তাঁতী জাহিদুল ইসলঅম হিরো মিয়ার মেয়ে ও ডেঙ্গারগ্রাম মহাবিদ্যালয়ের চলমান এইসএসসি পরীক্ষার্থী ফারজানা ও তার ছোট ভাই একদন্ত হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র রাসেল।

আজ বুধবার সকাল ৯টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আশুরার ছুটি থাকায় সকাল ৯টার দিকে ফারজানা তার বাবার পাওয়ার লুমে কাজ করতে গিয়ে বিদ্যুতের সংযোগ দিতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এসময় তাকে উদ্ধার করতে তার ছোট ভাই রাসেল এগিয়ে গেলে সেও তারে জড়িয়ে পরে। এসময় তারা দুই ভাইবোনই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিজের বুকের ধন দুইটা একসাথে মারা যাওয়ায় শোকে পাথর হয়ে গেছেন হিরো মিয়া। কান্না করে করে বলছেন তার সবই শেষ। তিনি কি নিয়ে বাঁচবেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১৭ জুলাই/২৪।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *