Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে জনতার আগুন, গুলিবিদ্ধ ২

1 min read

গোপালগঞ্জ সংবাদদাতা : আজ শনিবার বিকেলে

্গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর বাসস্ট্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগ নেতা–কর্মীরা জড়ো হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় দায়িত্বরত সেনা সদস্যরা তাদের সড়ক অবরোধ তুলে নিতে বললে, বিক্ষোভকারীরা না মেনে দলটির নেতা–কর্মীরা অবরোধ করতে থাকে । এ সময় সেনাবাহিনীর সদস্যরা গুলি ছুড়লে এক শিশুসহ দুইজন গুলিবিদ্ধ হয়। এতে বিক্ষুব্ধ হয়ে জনতা সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেন ।

এ ঘটনায় ৪ সেনাসদস্য, সংবাদকর্মী ও স্থানীয়সহ মোট ১৫ জন আহত হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে দুজন গুলিবিদ্ধ রয়েছে।

গোপালগঞ্জ ক্যাম্পের লেফটেনেন্ট কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

সেনাবাহিনীর সদস্যরা রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় বিক্ষোভকারীরা প্রথমে ইট-পাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। একপর্যায়ে তারা সেনাবাহিনীর গাড়ি ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।

লেফটেনেন্ট কর্নেল মাকসুদুর রহমান আরো বলেন, ‘৩ থেকে ৪ হাজার মানুষ সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে। তাদের রাস্তা থেকে সরে যেতে বললে ইট-পাটকেল ছুড়তে থাকে এবং একপর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ভাংচুরসহ গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ৪ সেনা সদস্য আহত হয়েছেন।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *