Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিতেপাবনায় অধিকার কর্মীদের মানববন্ধন অনুষ্ঠিত

1 min read

পাবনা প্রতিনিধি : আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অধিকারের পক্ষ থেকে দেশে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১২ আগষ্ট,২০২৪)সকালে পাবনা মধ্য শহরে প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবনাধিকার সংগঠন অধিকারের পাবনা জেলা কোর্ডিনেটর সাংবাদিক আবুল কালাম আজাদ এর নেতৃত্বে ঘন্টাব্যাপী এই মানবন্ধন চলে। মানবন্ধনে অধিকার কর্মী, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
মানবন্ধন চলাকালে সাংবাদিক আবুল কালাম আজাদ বলেন, কথিত আয়না ঘরে দেশের অনেক মানুষ বছরের পর অন্যায়ভাবে গুমের শিকার হয়েছেন।তাদের পরিবার পরিজন শংকা ও মানবেতর জীবনযাপন করছেন।অনতি বিলম্বে এসব গুম হওয়া ব্যক্তিদের তাদের পরিবার ও স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবী জানান। এছাড়া আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যাকান্ডসহ সকল মানবাধিকার লংঘনের দ্রুত বিচারেরও দাবী জানান তিনি।


এসময় অন্যান্যদের মধ্যে অধিকার কর্মী বিষ্ণু পদ হোড়, চ্যানেল আই ও যুগান্তরের প্রতিনিধি আখতারুজ্জামান আখতার, ডেইলি অভজারভারের পাবনা প্রতিনিধি ড. এন সি মধু, সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর নুরুল আলম বাচ্চু, যায়যায়দিনের পাবনা প্রতিনিধি আরিফ আহমেদ সিদ্দিকী, সহকারী অধ্যাপক আবু সাঈদ, ড. আলমগীর হোসেন, মোঃ মোশাররফ হোসেন, রেজাউল করিম মুরাদ, অধ্যাপিকা শামসুন্নাহার বর্ণা, প্রভাষক জেসমিন আক্তার, ফরহাদ হোসেন, ব্যবসায়ী রবিউল আলম বাবলু, দৈনিক আমাদের নতুন সময়ের পাবনা প্রতিনিধি সুশান্ত কুমার সরকার, আব্দুল মতিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *