তথ্য প্রযুক্তি বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশাল অনুষ্ঠিত
1 min readরানার প্রতিবেদন:
যুবকদের তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশাল অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় সৎসংঘ পল্লীকল্যাণ সমিতি (এসপিএস) এই কর্মশালার আয়োজন করে।
এসপিএস পাবনা কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী দিন গতকাল রবিবার সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা প্রেসকাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।
সৎসংঘ পল্লীকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ড. নরেশ চন্দ্র মধুর সঞ্চালনায় এবং সৎসংঘ পল্লীকল্যাণ সমিতির সভাপতি হাসিনা আকতার রোজির সভাপতিত্ব আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসকাবের সাবেক সম্পাদক বাংলাভিশনের স্টাফ রিপোর্টার আঁখিনুর ইসলাম রেমন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সৎসংঘ পল্লীকল্যাণ সমিতির কোষাধ্যক্ষ সুদর্শন তালুকদার, প্রশিক্ষক মোঃ আব্দুল বাতেন, সাংবাদিক সুশান্ত কুমার সরকার, প্রশিক্ষনার্থী মামুন হোসেন, দিপা খাতুন প্রমুখ। এর আগে শনিবার থেকে আয়োজিত কর্মশালায় ১৫ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। দুই দিনের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের সনদ প্রদান করা হয়।