Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

পাবনায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক আহত

1 min read


পাবনা সদর উপজেলার মজিদপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন চালক আহত হয়েছেন। তাদের একজনকে পাবনা জেনারেল হাসপাতালে, অন্যজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (০৫ জানুয়ারি) সকাল সাতটার দিকে পাবনা-রাজশাহী মহাসড়কের মজিদপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

আহত দুইজন হলেন, পাথর বোঝাই ট্রাক চালক পাবনা সদর উপজেলার চর ঘোষপুর গ্রামের মৃত মগরব আলীর ছেলে আশিক হোসেন (৩০) ও বালু বোঝাই ড্রাম ট্রাকের চালক একই উপজেলার আফুরিয়া গ্রামের নাহের উদ্দিন খানের ছেলে আরজু হোসেন খান (৫২)।

পাবনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাতটার দিকে পাবনা থেকে বালু বোঝাই ড্রাম ট্রাক টেবুনিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মজিদপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসার পাথর বোঝাই ট্রাকের সাথে ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

স্থানীয়রা গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করে। কিন্তু তারা গাড়ির ভেতরে আটকা পড়ায় তারা পাবনা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত দূর্ঘটনাস্থলে গিয়ে আহত দুই চালককে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস কর্মীরা। তাদের মধ্যে ড্রাম ট্রাক চালক আরজুর অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসক।

কুয়াশার কারণে এবং ড্রাম ট্রাকের সামনের একটি চাকা ফেটে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
#
ক্যাপশন: বালু বোঝাই ড্রাম ট্রাক আর পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রোববার সকালে পাবনা-রাজশাহী মহাসড়কে পাবনা সদর উপজেলার মজিদপুর এলাকায়

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *