Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

1 min read

মিডিয়া সেন্টারে সাংবাদিক আবু বকর সিদ্দিক ও তপু আহমেদের জন্মদিন পালন


পাবনা প্রেসক্লাবের প্রবীর সদস্য, সাংবাদিক ও নাট্যকার এইচ কে এম আবু বকর সিদ্দিক ও দ্য ডেইলী স্টারের স্টাফ রিপোটার আহমেদ হুমায়ুন কবির তপু’র জন্মদিন পালন করা হয়।

পহেলা জানুয়ারি ২০২৫ বুধবার রাত সাড়ে আটটায় এ উপলক্ষে হাজী আখতারুজ্জামান টাওয়ারের ৫ম তলায় মিডিয়া সেন্টারে শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবীন ও প্রবীন দুই বিশিষ্ট সাংবাদিককে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সাংবাদিক ও লেখক এবাদত আলী, প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সম্পাদক আখিনুর ইসলাম রেমন, সাবেক সিনিয়র সহসভাপতি কামাল আহমেদ সিদ্দিকী।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সহসভাপতি এসএম আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লব, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, দ্য অবজারভার প্রতিনিধি নরেশ মধু, ক্রীড়া সম্পাদক ইমরোজ খন্দকার বাপ্পি, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আরিফ আহমেদ সিদ্দিকী, ক্লাব সদস্য সুশান্ত কুমার সরকার ও দীপ্ত টিভির শামসুল ইসলাম।

অনুষ্ঠানে সত্তর ও আশি দশকের সাংবাদিকতা নিয়ে স্মৃতিচারণ করা হয়। পরে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়।
#

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *