পাবনায় স্বেচ্ছাসেবকলীগের ৩০তম প্রতিষ্ঠা ও সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মদিন পালিত
1 min readক্ষুদিরাম : বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসুচীর মধ্যদিয়ে পাবনায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ হাসিনার পুত্র ড. সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মদিন পালন করেছে পাবনা জেলা স্বেচ্ছাসেবকলীগ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি।
দিনটি উপলক্ষ্যে সকালে পাবনা জেলা স্বেচ্ছাসেবকলীগ জেলা আওয়ামীলীগ কাযালয়ে প্রধান অতিথিকে সাথে নিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। পরে পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদকি ইঞ্জি: রুহুল আমিনের সঞ্চোলনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় কথিত কোটা বিরোধী আন্দোলনের নামে দুস্কৃতিকারীদের হামলায় নিহতদের স্মরণে দোয়া, এতিমদের মাঝে খাবার বিতরণ, বৃক্ষরোপন ও রক্তদান কর্মসূচী গ্রহন করা হয়।