Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ সংঘ নিবন্ধনের শতবর্ষে পদার্পণ

1 min read

রানার প্রতিবেদন:

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ সংঘ নিবন্ধনের শতবর্ষে পদার্পণ করেছে। ১৯২৫ সালে প্রথম সৎসঙ্গ নিবন্ধিত হয়। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর-পাবনা এর শতবর্ষে পদার্পণে আজ বুধবার শ্রীমন্দিরে সন্ধ্যায় বিশেষ প্রার্থনা, ১০০ প্রদীপ প্রজ্জ্বলণ এবং আলোকসজ্জ্বা করা হয়েছে।

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র বলেছেনÑ

  “এক আদেশে চলে যারা

     তাদের নিয়েই সমাজ গড়া।”

জীবন ও বৃদ্ধির মূর্ত্ত প্রতীক যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের শুভ আবির্ভাবলগ্ন হতেই জীবন-বৃদ্ধিতপা সংস্থা ‘সৎসঙ্গ’ এর শুভ সূচনা এবং যেহেতু তাঁহার আবির্ভাব-ভূমি পরমতীর্থ হিমাইতপুর ধামে তাঁহারই দিব্য জীবন লীলার মূর্ত আদর্শ স্বরূপ তাঁহারই ‘ব্যক্তিত্বের স্বতঃ বিনায়নে’ সৃষ্ট ও স্বতঃ উৎসারিত ‘সৎসঙ্গ’ তাঁরই ইচ্ছানুসারে ১৮৬০ সালের সংঘ নিবন্ধন বিধি-২১ অনুযায়ী বিগত ১২/১০/১৯২৫ খ্রিঃ তারিখ নিবন্ধীকৃত (নিবন্ধন সংখ্যা ১২৮/১৯২৫-২৬) হয়ে সর্বপ্রথম সাংগঠনিকভাবে ‘লোক কল্যাণকর সংস্থা’ রূপে রাষ্ট্রীয় আইনগত স্বীকৃতি লাভ করে।

দেশ বিভাগের পর শ্রীশ্রীঠাকুরেরই ঐকান্তিক আকূল আগ্রহে প্রথম নিবন্ধনের ধারাবাহিকতায় ৬/১২/১৯৬৮খ্রিঃ তারিখে “হিমাইতপুর-পাবনা সৎসঙ্গ” নামে [নিবন্ধন সংখ্যা ৩১৪৭ ই-পি/০৬/১৯৬৮-১৯৬৯] পুনঃনিবন্ধিত হয়।

পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুরের লৌকিক তিরোধান (খ্রীঃ ২৭/১/১৯৬৯) এরপর হ’তে তাঁরই পূণ্য নামটি “সৎসঙ্গ” প্রতিষ্ঠানের নামের সাথে লক্ষণীয়ভাবে যুক্ত রাখার আকুল আগ্রহ ভক্তপ্রণে নিরন্তর অনুভূত হওয়ায় বিগত ১৩৭৯ বঙ্গাব্দের ১লা আশ্বিন তারিখে পরমতীর্থ হিমাইতপুর ধামে অনুষ্ঠিত সংঘের সাধারণ সভায় সংঘের নাম “হিমাইতপুর পাবনা সৎসঙ্গ” এর স্থলে “শ্রীশ্রীঠাকুর অনুকূলন্দ্র সৎসঙ্গ, হিমাইতপুর-পাবনা” রাখার সিদ্ধান্ত এবং সংঘ স্মারক ও সংবিধানের বঙ্গানুবাদ সহ কিছু উল্লেখযোগ্য সংশোধনী প্রস্তাব গৃহীত হয়। তখন থেকে অদ্যাবধি সংঘের নাম “শ্রীশ্রীঠাকুর অনুকূলন্দ্র সৎসঙ্গ, হিমাইতপুর-পাবনা” বলে প্রতিষ্ঠিত, পরিচিত ও সমুজ্জ্বল।

রমপ্রেমময় যুগাবতার শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রকে কেন্দ্র করে তাঁরই আবির্ভাব ভূমি পরমতীর্থ হিমাইতপুরধামে ১৯২৫ খ্রিঃ সৎসঙ্গ নামে যে সংগঠনের প্রতিষ্ঠা হয়েছে, ২০২৫ খ্রিঃ এই সংগঠনের ১০০ বছর পূর্তি হতে যাচ্ছে। সাংগঠনিকভাবে ২০২৫ খ্রিস্টাব্দে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, হিমাইতপুর-পাবনা, পরমতীর্থ হিমাইপুরধামে দেশ বিদেশের সমন্ত শাখা সংগঠন নিয়ে সংগঠনের ১০০ বছর পূর্তি উৎসব উদযাপিত হবে।

“প্রেরিত-তীর্থ আরাধনায়

  দ্বন্দ্ব আনে ম্লেচ্ছ সে-ই,

বৃত্তিচতুর যুক্তি এদের

  যুক্ত করে নরকেই।”

পরমদয়ালের জয়-জয়কার হোক, পরমতীর্থ হিমাইতপুর ধামের জয়-জয়াকার হোক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *