বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পাবনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
1 min readক্ষুদিরাম ঃ “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখেই সারা দেশের ন্যায় পাবনায় জাতীয় মৎস্য সপ্তা ‘২০২৪ উদযাপন করা হয়েছে।
দিনটি উপলক্ষে পাবনা জেলা পরিষদ চত্বর থেকে সদর উপজেলার তালিকাভুক্ত মৎস্যজীবী, মৎস্য কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রর্দক্ষিন করে অনুষ্ঠান স্থলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা পরিষদের রশিদ হলে আমন্ত্রিত অতিথিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
আলোচনা সভাতে এপি প্রিন্স জেলার মৎস্যজীবী ও মৎস্য কর্মকর্তাদের উদ্যেশে বলেন, সম্প্রতি দেশে মাছ চাষে ব্যপক সফলতা এনে দিয়েছেন মৎস্যজীবীরা। তবে কিছু কিছু মৎস্য চাষিরা মাছের খাবারের সাথে বিভিন্ন রাসায়নিক খাদ্য মিশিয়ে খাওয়ানোর কারনে দ্রুত মাছ বৃদ্ধি পাচ্ছে। তবে এটি স্বাভাবিক পক্রিয়া বড় হচ্ছেনা। এই মাছ স্বাস্থ্য সম্মত হচ্ছেনা। তাই সকলকে দায়িত্ব নিয়ে স্বাস্থ্য সম্মত মাছ চাষ করার আহবান জানান তিনি।
জেলা প্রশাসক মু,আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভাতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ, স, ম, আব্দুর রহিম পাকন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুবক্কর সিদ্দিকী, পাবনা সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.মোঃ জামাল উদ্দিন প্রমুখ। আলোচনা সভাতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ ।
আলোচনা সভা শেষে সরকারি স্টাফ কোয়াটার পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলার তিনজন মৎস্য চাষিকে স্মারক সম্মাননা প্রদান করা হয়।